
সাতক্ষীরার কালিগঞ্জ উকশা দাড়িয়ালা আনসার ভিডিপি উন্নয়ন গ্ৰাম বহুমুখী সমবায় সমিতির লিঃ আয়োজনে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে উপজেলার দূর-দূরান্ত থেকে হাজারও মানুষ আসেন। ফলে উৎসবের আমেজে মেতে উঠে এলাকার মানুষ।
আয়োজক কমিটির শেখ ফিরোজ আলম তিনি বলেন প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ৫৩ টি ঘোড়া নিয়ে ৫৩ জন অশ্বারোহী অংশ নেন। প্রতিযোগিতায় শেষে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মতিউর রহমান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সহ অতিথিরা বিজয়ীদের হাতের পুরস্কার তুলে দেন। ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন কমিটির সভাপতি শেখ ইয়াদ আলী তিনি বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতেই এ প্রতিযোগিতার আয়োজন। আগামীতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে।
এদিকে এ প্রতিযোগিতাকে ঘিরে কালিগঞ্জের উকশা মাঠে বসেছে মনোহরি আর গ্রামবাংলার বিভিন্ন মিষ্টান্নের দোকানের পসরা। সব মিলিয়ে সেখানে মেলায় পরিণত হয়। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি আবালবৃদ্ধবনিতারাও।