
আসছে ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন। এনির্বাচনে চার জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন। তারা প্রত্যেকেই নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনায় ব্যাস্ত সময় পার করছেন। আর এদিকে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ভোটার গন তাদের চার জনকে নিয়ে ততই করছেন চুলচেরা বিশ্লেষণ।
উক্ত উপজেলায় যে চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ গোলাম সরোয়ার( মোটর সাইকেল),সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির (আনারস), সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ ( কালাম মৃধা)( কাপ-পিরিচ) ও নবাগত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল করিম (ঘোড়া)। দেখা যাক এদের মধ্যে কে হাসে ২৯ মে বিকালে জয়ের হাসি।