
টানা ৪র্থ বারে মত জনপ্রতিনিধি হওয়ার পথে হাটছেন মির্জাগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী খান মোঃ আবুবকর সিদ্দিকী।মির্জাগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী প্রথম বার পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তৎকালীন সময়ে।তারপর তিনি পরপর দু’বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।
এবার সে আরও দু’জন চেয়ারম্যান প্রার্থীর সাথে কাপ-পিরিচ প্রতীক নিয়ে ভোট যুদ্ধের মাঠে লড়াই করছেন।মির্জাগঞ্জ উপজেলার অনেকেই জানিয়েছেন, নিরঅহংকারী একজন মানুষ খান মোঃ আবুবকর সিদ্দিকী, দল মত নির্বিশেষে সকলের মাঝে তাঁর আলাদা গ্রহণ যোগ্যতা রয়েছে, বিগত নির্বাচন গুলোতেও মানুষ তাঁর প্রতি আস্হা রেখে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন।
তাঁরা আরও বলেন, খান মোঃ আবুবকর সিদ্দিকী’র প্রতি মির্জাগঞ্জ উপজেলার সকল শ্রেণী পেশার মানুষজনের এখনও অগাত আস্হা রয়েছে, তাই তাঁরা তাদের পবিত্র ভোট এবার ও খান মোঃ আবুবকর সিদ্দিকী’র( কাপ-পিরিচ) প্রতীকে দিয়ে তাকে পুনঃরায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন।