
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নিয়োগ পরিক্ষায় অসৎউপায় অবলম্বন করার দায়ে হুসাইন মোহাম্মদ রুবেল (২৫) নামে এক ব্যাক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
হুসাইন মোহাম্মদ রুবেল পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার মো: জহির মিয়ার ছেলে ।
শনিবার (২৫ মে) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরসভার নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত নিয়োগ পরিক্ষায় ৬ টি পদে ৫১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে হোসাইন মোহাম্মদ রুবেল অসৎ উপায় অবলম্বন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি পৌর মেয়র হাবিবুর রহমান মানিক নিশ্চিত করেন ।