
কমিনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার জেলা পুলিশ, পটুয়াখালী’র আয়োজনে জেলা পুলিশ লাইনের সামনে থেকে কমিনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিশু একাডেমির অডিটেরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মোঃ সাইদুল ইসলাম, বিপিএম,পিপিএম, জেলা পুলিশ সুপার,পটুয়াখালী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ,স,ম ফিরোজ এমপি।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ,পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার ও কমিনিটি পুলিশিং ফোরামের পটুয়াখালী জেলার সভাপতি প্রভেসর আবদুস সালাম।এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পটুয়াখালীর অতিরিক্ত জেলা পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আহমেদ মাঈনুল হাসান। এসময় কমিনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে ও আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ,সুধীজন,জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা গন ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে কমিনিটি পুলিশিং ডে পালনে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।