
কুড়িগ্রামে ১৮ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল ইস্কাফসহ একজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ( ২৫ মে ) ভোরে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ছিনাই ইউনিয়নের জয়কুমার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো,মো.ইব্রাহীম।
শনিবার (২৫ মে ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো.রুহুল আমীন।
তিনি বলেন,কুড়িগ্রাম জেলার রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার ভোরে রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের জয়কুমার এলাকা থেকে একই এলাকার একজন একজন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৮ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন,গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে