
ময়মনসিংহের নান্দাইল.উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই চলছে। তিন জন প্রার্থীর মধ্যে অর্থ ও শিক্ষায় এগিয়ে রয়েছে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম শাহান, গাড়ী-বাড়িতে উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূইয়া এবং কৃষি ও মৎস্য খামারে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উল্লাহ লিটন। আগামী ৫ই জুন ৪র্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া নির্বাচনী হলফনামা ও সম্পদ বিবরণী বিশ্লেষণ কেের এ তথ্য জানাগেছে। এছাড়া চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান তাঁর হলফনামা অনুযায়ী অর্ধকোটি টাকা নগদ হিসাব হাতে রয়েছে। তিনি দোয়াত কলম প্রতীকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক হওয়ায় দলীয় নেতাকর্মী তাঁর পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন। দাখিলকৃত হলফনামা অনুযায়ী, আমিনুল ইসলাম শাহান বিএ পাস। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ৪ লাখ ২০ হাজার টাকা, হাতে আছে ৫৬ লাখ
১৭ হাজার ৫৪৮ টাকা, স্বর্ণালংকার ২০ তোলা এবং ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র ২ লাখ টাকার। সেই সঙ্গে রয়েছে ৪ শতাংশ অকৃষি জমি, পৈতৃক সূত্রে পাওয়া বাড়ি ও একটি দালান। অপরদিকে সাবেক তিনবারের ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক এমদাদুল হক
ভূইয়া তাঁর হলফ নামায় তিনি শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন শিক্ষিত বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। হাতে আছে প্রায় ৮ লাখ টাকা। তবে ৪৪ লাখ টাকার একটি নিজস্ব বাস ও একটি প্রাইভেটকার রয়েছে। এছাড়া ১ লাখ টাকার ইলেক্ট্রনিক সামগ্রী ও আসবাবপত্র রয়েছে। তবে জনপ্রিয়তা তাঁরও কমতি নেই। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ত্যাগী আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাজিম উল্লাহ লিটনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। বার্ষিক আয় উল্লেখ নেই। হাতে আছে ৪ লাখ ২৫ হাজার এবং ব্যাংকে গচ্ছিত ২ লাখ ৫০ হাজার টাকা। কৃষি ও মৎস্য খামার রয়েছে ১.১৫ একর মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া নান্দাইল পৌরসভায় ০.২৬ একর জায়গায় দ্বিতল ভবন রয়েছে মূল্য ৩৯ লাখ টাকা। স্র্ স্বর্ণালংকা রছে ৪ ভরি মূল্য ৩ লাখ টাকা, আসবাবপত্র রয়েছে ৬০ হাজার টাকার। সেই সঙ্গে কৃষি ব্যাংক নান্দাইল শাখায় দেনা পাওনা রয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। তবে প্রচার-প্রচারণায় তিনিও থেমে নেই, মাঠ পর্যায়ে বেশ এগিয়ে রয়েছেন।