
বরগুনার আমতলী উপজেলাপরিষদ নির্বাচনের বাকি মাত্র ১০দিন। প্রচন্ড তাপদাহের মধ্যেও প্রাার্থী ও কর্মী-সমর্থকরা প্রচন্ড ব্যস্ত প্রচার প্রচারনায়। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা উন্নয়নের প্রতিশ্রুতি আর ভুল-ত্রুটি শুধরে নতুন আঙ্গিকে আমতলী উপজেলাকে ঢেলে সাজানোর আশ্বাসে চলছে এই প্রচারনা। আমতলী উপজেলার ভাইস চেয়ারম্যান পদেএই প্রচারনায় ভোটারদের আস্থার জায়গাটি প্রায় পুরোটাই দখলে নিয়েছেন টিওবওয়েল প্রতীকের প্রার্থী উপজেলা ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনখান।তারুণ্য দিপ্ত এইপ্রার্থীর হয়ে কাজ করছেন উপজেলার কয়েক হাজার নারী-পুরুষ কর্মীরা। তাদেরভাষায় যোগ্যতার দিক দিয়ে মো.মোয়াজ্জেম হোসেন খান এর সামনে নেই তার কোন প্রতিদ্বন্দ্বি। সুষ্ঠু-সুন্দর ভোটে মো.মোয়াজ্জেম হোসেনখান এর সামনে কেউ টিকবেনা বলেও আশাবাদী তারা। একই ধরনের কথা বলেছেন উপজেলার ৭টিইউনিয়নেরও ১টি পৌরসভার সাধারন ভোটাররা।তাদের মতে আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান পদটি বেশ গুরুত্বপূর্ন একটি পদ। এখানে তারাএমন প্রতিনিধিত্ব বেছে নেবেন যার থাকবে জনগনের জন্য দিন-রাত এক করে কাজ করার মানসিকতা, থাকবে কাজ করার মত সব দিক দিয়ে মানানসই অবস্থান। সেইদিক বিবেচনায় যোগ্য প্রার্থী হিসেবে মো. মোয়াজ্জেম হোসেনখান এর ধাওে কাছেও নেই অন্য কোন প্রার্থী। অন্যদিকে ভোটারদেও এমন আস্থাকেই নিজের বড় শক্তি বলে দাবি করেছে টিওবয়েল প্রতীকের প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন খান জনগনের হয়ে কাজ করবেন যেকোন অবস্থানে থেকে এমনটাই প্রত্যাশা তার। বিস্তারিত আলাপে মোয়াজ্জেম হোসেন খান বলেন, ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের জনগনতো দূরের কথা যারা উপজেলার সুবিধাজনক স্থানে ছিল তারাও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। । তাই জনগনের হয়ে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। জয় পরাজয় যাই হোকনা কেন, জনগেনেরপাশে থাকতে চান সব পরিস্থিতিতে। নির্বাচিত হলে উপজেলার বয়জ্যেষ্ঠদের পরামর্শ নিয়ে কাজ করতে চান। সরকার থেকে প্রাপ্ত সকল সুবিধা পৌঁছে দিতে চান সাধারন ভোটারদের দোর গোড়ায়। শেষ সময়ে বেশ জম জমাট ভাবেই প্রচার প্রচারনা চলছে জানিয়ে মো.মোয়াজ্জেম হোসেন খান বলেন, কোন ধরনের ঝামেলা নেই প্রচার প্রচারনায়। ভোটাররা তার প্রতি আস্থা রাখছে। তাই সুন্দর পরিবেশে ভোটের মাধ্যমে বিপুল ভোটে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মো. মোয়াজ্জেম হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শীতার কারণে উন্নয়নের অগ্রযাত্রাকে মাথায় রেখে আমতলী উপজেলার মানুষের পাশে থেকে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবানের লক্ষ্যে কাজ করার ব্রতনিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। ‘আমি এসেছি জনগণের ভালবাসা নিতে
চেষ্টা করেছি সর্বোচ্চ উন্নয়ন করতে সব সময় জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি উপজেলা বাসীর পাশেছিলাম আছি থাকব ইনশা আল্লাহ ।আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ১লাখ ৭২ হাজার ৩৩৭ জন, এরমধ্যে ২ জন হিজড়া ও ৮৬ হাজার ২৪৩ জন নারী ও ৮৬ হাজার ৯২ জন পুরুষ ভোটার রয়েছেন। আগামী ৫ জুন আমতলী উপজেলা
পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।