
দুমকী উপজেলা নির্বাচনের হাতে বাকী আছে আর মাত্র ৪দিন। এ উপজেলায় আসছে ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন।
উক্ত নির্বাচনে ৫ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভোট যুদ্ধে ভোটের মাঠে লড়াই করছেন। প্রার্থীরা শেষ সময়ে নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনায় ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন। রাস্তায় চলছে তাদের মনজুড়ানো প্রচারণার গাড়ি। ফলে তাদের নিয়ে দুমকী উপজেলার সর্বত্র চায়ের কাপে ঝড় উঠেছে।ভোটারগনও বসে নেই তারাও অংঙ্ক কষছেন কাকে কাকে দিবেন তাদের ভোট।
এ উপজেলায় যে ৫জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন- অর-রশীদ হাওলাদার ( মোটর সাইকেল),সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান সিকদার (দোয়াত-কলম), সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মেহেদী হাসান ( আনারস), নবাগত উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদার ওরুপে মাল্টা কাওসার (কাপ-পিরিচ) ও মোহাম্মদ রুহুল আমিন (ঘোড়া)। নাম প্রকাশে অনইচ্চুক অনেকেই জানিয়েছেন, দুমকী উপজেলা মডেল উপজেলা, তাই এ উপজেলার মানুষজনের চিন্তে ভাবনাও আধুনিক, দু’এক প্রার্থী মুড়ি মুরকীর মত অর্থ বিলি করছে তাতেই ভোট হয়না, মাটি ও মানুষের নেতা বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
তাঁরা আরও বলেন, মানুষজন জতেষ্ঠ সচেতন আছেন, তাই সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যানের সাথে হবে মূল ভোটের কাটাকাটি, তাদের দু’জনের মধ্যে থেকে শেষ মেষ আসছে ২৯ মে বিকালে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী জয়লাভ করলে হবাক হওয়ার কিছুই থাকবে না।