
পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪’র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল করিম সোয়েব’র নির্বাচনী ইশতেহার ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে শনিবার ১২ টা ৫০ মিনিটের সময় পটুয়াখালী শহরের মল্লিকা পার্টি সেন্টারে এ প্রার্থী’র নির্বাচনী ইশতেহার ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও বাংলাদেশ আওয়ামীলীগ, পটুয়াখালী জেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক একেএম খায়রুল হাসান ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ,পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক কমিশনার খন্দকার ফরহাদ জামান বাদল প্রমুখ।
উক্ত প্রার্থী এসময় ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন।এসময় প্রার্থী তাঁর বক্তব্য বলেন, ভোট আপনার অধিকার আর সততা,ন্যায়পরায়ণতা ও মানবিকতার মাধ্যমে উন্নয়ন ও সেবা কার্যক্রম বাস্তবায়ন আমার অঙ্গিকার।আপনাদের দোয়া,ভালোবাসা ও ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে প্রচলিত গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে বিনয়,সম্মান, ধৈর্য ও সহিষ্ণুতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পূর্ণ গণমূখী নতুন ধারা প্রতিষ্ঠার মাধ্যমে উপজেলানাসীর আশা ও আকাঙ্খখার যথাযথ বাস্তবায়ন করবো-ইনশাআল্লাহ।