
রাজধানীর আগারগাঁওয়ে বেপরোয়া গতির একটি মাটিবাহী ট্রাক মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে। এ ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।
পুলিশ জানায়,শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আগারগাঁওয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ট্রাফিক-শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.তারেক সাকেন্দার এসব তথ্য জানান।
তিনি বলেন,গতকাল দিবাগত রাতে আগারগাঁওয়ে বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের একটি পিলারে ধাক্কা মারে। ঘটনার পর পরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়।
এসি তারেক সেকেন্দার আরও বলেন,মাটিবাহী ট্রাকটি সরানোর চেষ্টা করেও পারা যায়নি। পরে মাটি নিচে নামানোর কাজ চলছে। এরপর ট্রাকটি সরানো হবে।
এ ঘটনার পর যানজট এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ট্রাফিকের এই কর্মকর্তা।
ডিআই/এসকে