
তাহিরপুরে সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী, জামাত বি এনপির আতংক, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এডভোকেট রনজিত সরকার।
প্রতিবাদ সভায় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী মুর্তজা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মিয়া হোসেন, আওয়ামীলীগ নেতা মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম বাগা, ধনু মিয়া,কালা মিয়া, আনোয়ার হোসেন, মোজাম্মেল, সদস্য বাদল দেবনাথ, আজিজুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর তালুকদার, সাধারন সম্পাদক বাবুল মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আলমগীর, তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সামায়ুন কবির, ছয়ফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির,তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা খোকন চক্রবর্তী, সুজিত,বাবলু,মোনায়েম শরীফ, রিয়াদ মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোশাররফ, সাধারণ মোফাজ্জল, উওর শ্রীপুর ইউনিয়ন ৯ নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল আমিন, বালীজুরী আওয়ামী নেতা মনছুর, জাহাঙ্গীর আলম,বাবলু, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, সুনামগঞ্জ মৎসজীবিলীগের সদস্য শেখ গোলাম কাদির সুজন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন মিয়া, তাহিরপুর উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হাসান ইমন, ছাত্রলীগ নেতা সুজন মিয়া, হিমেল আকঞ্জী, আজিম হাসান রনি, আলী আশরাফ রাজন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আকরামীন, সোহগীর, লিমন, উওর শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কানছন পাল, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া সহ সভাপতি আলী মনছুর সাগর,প্রমুখ।
এডভোকেট রনজিত সরকার বলেন জামাত বিএনপির পায়ের নিছে মাঠি নেই, তাই তারা আজ আগুন সন্ত্রাস নিয়ে খেলা করছে, তারা মানুষের জান মালের ক্ষতি করছে।আমরা বঙ্গবন্ধুর একটা কর্মী বেছে থাকতে তাদের এই নৈরাজ্য সহ্য করা হবেনা তাদের কে দাত ভাংগা জবাব দিতে হবে। যে খানে নৈরাজ্য সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে।