
স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেনের পরিচয় ব্যবহার করে হারবাল সামগ্রী বিক্রির অভিযোগে ভিয়েতনামি নাগরিকসহ প্রতারক চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ মে) রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন,ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে হারবাল সামগ্রীর রমরমা ব্যবসা করছিল একটি প্রতারক চক্র। চক্রের ভিয়েতনামের একজন সদস্যসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেনের পরিচয় ব্যবহার করে এ প্রতারণা করে আসছিল। এ বিষয়ে আজ শনিবার (২৫ মে) দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান হারুন অর রশীদ।
ডিআই/এসকে