
হবিগঞ্জের মাধবপুরে লিচুর বাজারে প্রতারণা করছে লিচু ব্যবসায়ীরা। সরেজমিনে ঘুরে ক্রেতাদের কাছ থেকে জানা যায়, লিচু বিক্রেতারা ৭০ টা লিচু দিয়ে মুটি বানিয়ে ১০০ লিচুর মুটি বলে বিক্রি করে গ্রাহকদের সাথে প্রতারণা করছেন । ২৫০ টাকা শ হিসেবে বিক্রি করেছে লিচু ব্যবসায়ীরা ,, কিন্তু ক্রেতারা সময়ের অভাবে সাথে সাথে গুনে না নিলেও বাড়িতে গিয়ে গুনে দেখছেন ৭০ থেকে ৭২ টা লিচু । আবার অনেক সচেতন ব্যক্তিরা সাথে সাথেই লিচু গুনছেন, কিন্তু প্রতি মুটিতে ১০০ লিচু না হওয়ায় তর্ক বিতর্কও হচ্ছে ।
লিচু কিনতে আসা কাদের নামে এক ক্রেতা বলেন, আমি এক লিচু দোকানদারকে বললাম লিচু কিভাবে বিক্রি করছেন , লিচু দোকানদার বললেন ১০০ লিচুর দাম ২৫০ টাকা , তারপর লিচু কিনার পর গুনে দেখি ৭২ টা লিচু । তারপর দোকানদার কে বললাম আপনি বললেন ১০০ টা লিচু কিন্তু লিচু তো ৭২ টা । এ নিয়ে লিচু ব্যবসায়ীর সাথে তর্ক বিতর্কও হয় । তখন তিনি এ বিষয়ে দ্রুত প্রশাসনের নজরদারি দাবি করেন । নতুবা এভাবেই লিচু ব্যবসায়ীরা সাধারণ জনগণের সাথে প্রতারণা করতে থাকবেন ।