
উলিপুরে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ মে) উপজেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান এর উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাউল ইসলাম, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মজিদ হাঁড়ি, মিল ও চাতাল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রাজা, সাধারণ সম্পাদক বুলেট প্রমূখ।
লটারীতে উপজেলার ৭শ’ ৬০ জন কৃষক নির্বাচিত হন। তন্মধ্যে ৩শ’ ৮০ জন ক্ষুদ্র কৃষক, ২শ’ ২৮ জন মাঝারি কৃষক ও ১শ’ ৫২ জন বড় কৃষক বাঁচাই করা হয়। এ মৌসুমে ৩২ টাকা কেজি দরে ২ হাজার ২শ’ ৮০ মেঃ টন ধান ও ৪৫ টাকা কেজি দরে ১ হাজার ৩শ’ ১১ মেঃ টন চাল সংগ্রহ করা হবে।