
দফায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আবারও বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাগমারার গণমানুষের নেতা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু। এর আগে ২০১৩ সালের নির্বাচনে তিনি একই ঘোড়া প্রতীক নিয়ে প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এবার সান্টুর সহযোগি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কোহিনুর বেগম। নির্বাচিত এই তিন জনপ্রতিনিধি গতকাল বৃহস্পতিবার বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
এসময় ইউএনও মাহাবুবুল ইসলাম নবাগত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং বাগমারার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এ সময় ইউএনও’র কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যড. জাকিরুল ইসলাম সান্টু বলেন, রাজশাহীর অন্যান্য উপজেলার চেয়ে বাগমারা এখনও পিছিয়ে রয়েছে। রাজধানীর সাথে এই উপজেলার সরাসরি যোগাযোগ নেটওয়ার্ক এখন গড়ে ওঠেনি। একমাত্র কৃষি ও মাছ চাষের ওপর এই উপজেলার অর্থনৈতিক অবস্থা নির্ভরশীল। তাই এখানে বেকার সমস্যা প্রকট। আমাদের নির্বাচনী ইশতেহারে এসব সমস্যার সমাধানের কথা বলেছি। তাই মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরা চেষ্টা করব বাগমারার অভিভাবক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদকে নিয়ে এবং তাঁর পরামর্শক্রমে বাগমারাকে একটি উন্নত ও মডেল উপজেলায় রুপান্তর করতে।
বাগমারার নারী সমাজ এখন অনেক এগিয়েছে উল্লেখ করে জাকিরুল ইসলাম সান্টু বলেন, এখানকার নারীরা পুরুষের চেয়ে কোন অংশে পিছিয়ে নেই। তাদেরকে আরো প্রশিক্ষন দিয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি করে তোলা হবে। এ সময় এইএনও মাহাবুবুল ইসলাম চেয়ারম্যানকে সার্বিক কাজে পাশে থাকার ও সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।