
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ২নং কাউখালী ওয়ার্ডের মৃত্যু জাফর সরদার ও ছেলে রিয়াজ সরদারের যৌথ বসতঘর টি রাত আনুমানিক ২টার দিকে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়। শুক্রবার ১২টার সময় সময় বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান (মহিব) এমপি এর নির্দেশনায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. কামরুজ্জামান (শিবলী) ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করেণ। এ সময় উপস্থিত ছিলেন ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আবু হাওলাদার, মোঃ মকবুল মাস্টার। উল্লেখ্য বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ২নং কাউখালী ওয়ার্ডের মৃত্যু জাফর সরদার ও তার ছেলে রিয়াজ সরদারের যৌথ বসতঘর টি অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়। এ বিষয়ে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. কামরুজ্জামান (শিবলী) জানান, খবর পেয়ে বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান (মহিব) এমপি মহোদয়ের নির্দেশনায় তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও টিন বিতরণ করেছি। এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সার্বিক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেছি। এ বিষয় রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি এবং উপজেলা পরিষদ এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা সহ ঘর পুনর্বাসন করার ব্যবস্থা করবো।