রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের মূলহোতা রাকিবসহ ১১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেল এর ছাদের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মো.রাকিব হোসেন (২০),মো। ইয়াছিন (২০),মো. সজিব (২৮),মো.রায়হান,আকাশ
(১৯),মো. সজিব (১৯), রাব্বি হোসেন (২৬), মোস্তাকিম (২৮),মো. রাহাদ (২৭),শান্ত আহমেদ (২৫) এবং মো.আলী (২৫)।
গ্রেফতারের সময় তাদের নিকট হতে ডাকাতির উদ্দেশ্যে রাখা ১ টি ছোরা,১ টি রামদা,১টি হাসুয়া এবং ২টি হাতলযুক্ত লম্বা ছুরি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে.সোহেল।
তিনি বলেন,বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেল এর ছাদের উপর কতিপয় ডাকাত দলের সদস্য ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে। পরবর্তীতে র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে দেখতে পায় ১১ জন যুবক সমবেত হয়ে সন্দেহজনক অবস্থায় শলাপরামর্শ করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করলে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, তারা রাজধানী ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি,ছিনতাই,চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে