ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন

তানোরে ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে শোক সভা

রাজশাহী তানোর উপজেলার ৬নং কামার গাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কামার গাঁ দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ মিঞার অকাল মৃত্যুতে গভীর শোক সভা ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ও কামারগাঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কামার গাঁ ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন আলী প্রাং এর সহযোগিতায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌবাড়িয়া লাল পুকুর নামক স্থানে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কামারগাঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কামার গাঁ ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন আলী প্রাং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী বিনয় কুমার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউনিয়ন উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল মামুন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিরাজ উদ্দীন, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জালাল উদ্দীন, সাধারন সম্পাদক চন্দন প্রাং, ১ নং ওয়ার্ড শেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন আলী, সম্পাদক ইয়াসিন আলী, ইউনিয়ন যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খুরশিদা বানু, বিশিষ্ট্য সমাজসেবক সানাউল ইসলাম, গোবিন্দ প্রাং, রফিক আলহাজ্ব দুলাল মিয়া সহ অন্যরা।শোক সভায় বক্তাগণ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এতে দোয়া ও ধর্মীয় আলোচনা করেন মালশিরা উচ্চ বিদ্যালয়ের সাবেক মৌলভী শিক্ষক গিয়াস উদ্দীন।
আলোচনা সভায় বক্তারা, তানোরের কৃতি সন্তান মাননীয় সংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পরীক্ষিত নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম ফজলে রাব্বী মিঞার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা আরো বলেন,যারা আওয়ামী লীগের জামা পড়ে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার বিরোধিতা করেছেন তথা মাননীয় সংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী সাথে বিরোধিতা করেছেন তাদের কে বা কাহারা বর্তমানে সেল্টার দিয়ে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। বিতর্কিত নেতারা আমাদের বিতর্কিত করার চেষ্টা করলে নিশ্চয় ছাড় দেয়া হবে না। মাননীয় সাংসদ ও আমাদের অভিভাবক আলহাজ ওমর ফারুক চৌধুরীর নির্দেশ মোতাবেক আমরা সকল নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি। তাঁর নির্দেশনা মোতাবেক এলাকার উন্নয়ন বাস্তবায়িত হবে। আমরা মাননীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী মহোদয়ের সাথে ছিলাম , আছি এবং থাকবো।
প্রসঙ্গত, ৬নং কামারগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফজলে রাব্বী মিঞা (ফরহাদ) গত ৩০ এপ্রিল ভোর ৫.৩০ মিনিটে হৃদরোগ জনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

শেয়ার করুনঃ