ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বোয়ালমারীতে চেয়ারম্যান প্রার্থী লিটু শরীফের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরীফ মো. সেলিমুজ্জামান লিটু স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে স্টেশন রোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে তিনি এ মতবিনিময় করেন।
উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চতুল ইউনিয়ন পরিষদের সাবেক এ চেয়ারম্যান মতবিনিময়কালে বলেন, আমি যখন ছাত্র রাজনীতি করি তখন থেকেই বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে আমাকে নিয়ে৷ প্রতিকূল রাজনীতির ভেতর দিয়ে আমার বেড়ে ওঠা বা এ পর্যন্ত আসা। প্রতিকূল রাজনীতির ভেতর দিয়েই আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া।
তিনি আরো বলেন, শাহ মো. আবু জাফর বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী নাম। তার পরিবারের সন্তান শাহ মো. মঞ্জু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আমার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।আমি আওয়ামী লীগ করি, আমার আওয়ামী লীগের লোকেরাই তখন আমাকে পরাজিত করার জন্য, আমাকে দাবায়ে রাখার জন্য শাহ মঞ্জু ভাইর পক্ষ নিয়ে আমার বিরোধিতা করে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হারায়। আমি যেবার চেয়ারম্যান নির্বাচিত হই আমি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করি।
আমি দলের সবাইকে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করে, প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান হতে চেয়েছিলাম। আমি সবার দ্বারে দ্বারে গিয়েছিলাম। তখনো আওয়ামী লীগের একটা বড় অংশ বিশেষ করে আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, আজকে যিনি পর পর তিনবার নির্বাচিত চেয়ারম্যান- উনি এবং উনার সমর্থক যারা আওয়ামী লীগের পদ-পদবীধারী তারা প্রকাশ্যে আমার বিরুদ্ধে গিয়ে শাহ মো. মঞ্জুর পক্ষ নেন। তারপরও আপনাদের সকলের সহযোগিতায় এবং আল্লাহর রহমতে আমি সেবার চেয়ারম্যান নির্বাচিত হই। আমি আবার যখন এই যে উপজেলা নির্বাচন করতে চাই তখনও আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে মনোনয়ন পত্র জমা দিয়েছি এবং বৈধ হয়েছে।
বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি, জিএস, এজিএস এবং যুবলীগ নেতা শরীফ মো. সেলিমুজ্জামান লিটু গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সবাইকে নিয়েই একটি সুন্দর বোয়ালমারী গড়তে চাই। আমি যেখানে যাচ্ছি, যে গ্রামে যাচ্ছি, যে পাড়া-মহল্লায় যাচ্ছি, যে ইউনিয়নে যাচ্ছি সকলেই একটা পরিবর্তন চাচ্ছে। সবখানেই একটা পরিবর্তনের হাওয়া।
এই পরিবর্তন করতে হলে আমার একার দ্বারা সম্ভব নয়। সব শ্রেণি-পেশার মানুষকে একসাথে ঐক্যবদ্ধভাবে পরিবর্তন করতে হবে। আমি সবাইকে নিয়েই একটি সুন্দর বোয়ালমারী গড়তে চাই। আমি মানুষের পাশে থাকতে চাই।

শেয়ার করুনঃ