
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা
ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ইয়াহিয়া সুমন প্রমুখ।