ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শ্রীনগরে বসত বাড়িতে হামলা নারীসহ আহত ৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিবেশী মিঠু পোদ্দার গং এর হামলায় নারীসহ ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ই মে) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ব্রজেরপাড়া এলাকায় কমল মণ্ডলের বসত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনায় কমল মন্ডলের ভাই শশি মণ্ডল বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার লক্ষন পোদ্দার এর ছেলে মিঠুন পোদ্দার (২৭), রুপু পোদ্দার (২৪), অরুন মন্ডল এর ছেলে সুমন মন্ডল (৩০), সহ অজ্ঞাতনামা ৫-১০ মিলে গত ১৫/৫/২০২৪ তারিখ রাত অনুমান সাড়ে ৮টার সময় এরা সবাই শ্রীনগর সাকিনস্থ আমাদের বসত বাড়ীতে প্রবেশ করিয়া আমার ভাই কমল মণ্ডল (৫০), কে এলোপাথারী কিল, ঘুষি, লাথি, কাঠের ডাসা, লোহার রড, চাপাতি দ্বারা মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। ১নং বিবাদীর হাতে থাকা চাপাতি দ্বারা আমার ভাই কমল মন্ডল কপালে বাম পাশে আঘাত করে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। ২নং বিবাদীর হাতে থাকা লোহার রড দ্বারা আঘাত করিয়া নাকের হাড় ভেঙ্গে হাড় ভাঙ্গা জখম করে। আমার ভাই এর চিৎকারে তাহার স্ত্রী ময়না রাণী মন্ডল (৪০), বিবাদীদের কবল হইতে আমার ভাইকে বাঁচাতে গেলে বিবাদীগন আমার ভাই এর স্ত্রীকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি, কাঠের ডাসা, লোহার রড দ্বারা মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমার ভাই এর স্ত্রী ময়না রাণী মন্ডল এর গলায় থাকা ১নং বিবাদী ১ ভরি ৯ আনা ওজনের স্বর্ণের চেইন ২নং বিবাদী কানে থাকা ১০ আনা ওজনের স্বার্থের কানের দুল নিয়ে যায়। আমার ভাই এর পকেটে থাকা নগদ ১৪ হাজার টাকা বিবাদীগন নিয়ে যায়। আমার ভাইও তাহার স্ত্রী ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন আমাদের কে বিভিন্ন প্রকার ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল হইতে চলে যায়। আমার ভাই কে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করে। বর্তমানে আমার ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে মিঠু পোদ্দার এর কাছে জানতে তার মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে শ্রীনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শান্তি রঞ্জন মন্ডল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়েছে।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এস আই আল-আমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে বক্তব্য চাচ্ছে কেন? এ অভিযোগটি আপনার কাছে আছে তাই এ প্রশ্নের জবাবে তিনি বলেন দেখা করে কথা বলি।

শেয়ার করুনঃ