
“হাতিয়ায় প্রতিনিয়ত বাড়ছে সড়ক দূর্ঘটনা,,নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে চালক-শ্রমিকদের মাঝে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ধারণা প্রদান করতে বিশেষ এক অভিযান পরিচালনা করেছে হাতিয়া থানার পুলিশ।বৃহস্পতিবার (২৩মে) সকাল ১১ টার দিকে উপজেলার প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।হাতিয়া থানার ওসি জিসান আহমেদের নেতৃত্বে এ অভিযানে পরিচালনা করা হয়।
হাতিয়া থানার ওসি জিসান আহমেদ জানান,উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়ছে। অভিযানে সড়কে অবৈধ যান চলাচল রোধ,যানজট নিরসনে যত্রতত্র গাড়ি পার্কিং না করা,গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটর সাইকেল না চালানো, উল্টোপথে যানবাহন না চালানোসহ ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে শ্রমিক -চালকদের সচেতন করেন।উর্ধতন মহলের নির্দেশক্রমে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমেহাতিয়ায় সড়কগুলোতে স্বাভাবিক যান চলাচল ও শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন হাতিয়া থানার পুলিশ, ওসি আরও বলেন,সড়কে যানযট নিরসন করে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে যান চলাচলে নিশ্চিত করে সড়ক দূর্ঘটনা রোধে এ অভিযান অব্যাহত থাকবে।