
ফরিদপুরে ছাত্রলীগ কর্মী সবুজ হত্যার মামলা আসামী জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনুকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আজ (২৩মে)২৪ইং তারিখ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনালের পৌর অডিটোরিয়াম কমিউনিটি সেন্টার প্রঙ্গন থেকে আটক করা হয়েছে বলে জানা যায়।
গ্রেফতারের বিষয়ে ফরিদপুর সদর থানার এস আই শামিম হাসান জানায়, ছাত্রলীকর্মী সবুজ মোল্লা হত্যার মামলায় আদনান হোসেন অনুকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ জুলাই রাত ১১টার দিকে ফরিদপুর শহরতলীর বায়তুল আমান বটতলার মোড় এলাকায় ছাত্রলীগ কর্মী সবুজকে (২৮) কুপিয়ে মারত্মক জখম করে তার বাম হাটটি কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় সবুজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরের ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে রাত ১২টার দিকে মারা যান সবুজ।
এ ঘটনায় সবুজের বাবা শহীদ মোল্লা বাদী হয়ে ৬ জুলাই একটি হত্যা মামলা করেন। এ মামলায় জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনুসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে