
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষ থেকে ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সমীপে স্মারকলিপি পেশ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার( ২৩ মে) সকাল ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে রাস্তায় কালিগঞ্জ সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা এর বাস্তবায়নে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কালিগঞ্জ সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক ফরহাদ রেজা সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক নিম্নতম পাঁচ হাজার টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক ২০০০ টাকা করা প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয় বরাদ্দ করা, প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা কোটা প্রণয়ন করা সহ ১১ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তুলে ধরেন। পরে জলবায়ু প্রভাবের কারণে প্রতিবন্ধীরা সুপ্রিয় পানি থেকে বঞ্চিত হয়। বিনা পয়সায় সুপ্রিয় পানি তাদের ন্যায্য দাবি পাওয়ার বিষয়টি তুলে ধরেন। মানববন্ধন অনুষ্ঠানে বিভিন্ন এলাকার প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।