ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

আমতলীতে মাহেন্দ্র,অটো,সিএনজি,গাড়ী চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ মিছিল

বরগুনার আমতলীতে, বৃহস্পতিবার সিএনজি,মাহেন্দ্র, অটোরিক্সা ত্রি -হুইলার গাড়ী চলাচলে বাধা দেওয়া ও চাঁদা চাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বরগুনা জেলা যান্ত্রিকযান ত্রি- হুইলার
শ্রমিকইউনিয়ন রেজি: নং খুলনা -২০৬৩ বরগুনা জেলা ট্রাক অটোরিক্সা অটো টেম্পু মিশুক বেবি ট্যাক. ট্র্যাক্ট কার মালিক সমিতি রেজি নং খুলনা ২১৬৪ । বরগুনা জেলা মিশুক বেবি ট্রাকের, সি এন জি চালিত অটোরিক্সা, মালিক সমিতি রেজি: নং বরিশাল ১৯ বরগুনা জেলা মিশুক ট্রাক সিএনজি চালিত অটোরাক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং -১৩ নেতবৃন্দ।সংগঠন গুলির পক্ষে বরগুনা জেলা যান্ত্রিকযান ত্রি হুইলার শ্রমিকইউনিয়ন রেজি: নং খুলনা -২০৬৩ এর সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন মৃধা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন সরকারী সকল নিয়ম বিধি অনুয়ায়ী সংগঠনগুলো চলে আসছে। সম্প্রতি কিছু চাঁদাবাজ সন্ত্রাসীরা মালিক ও শ্রমিকদের কাছে অবৈধ ভাবে চাঁদা চায় । চাঁদা দিতে অস্বীকার করায় মালিক শ্রমিক ও সংগঠনের সদস্যদের গাড়ী চলাচলে বাধা দিচ্ছে। বুধবার ২২ মে সোহেল গাজীর নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী বাহিনী সমিতির সদস্য গাড়ী মালিক ও শ্রমিক,গাড়ী চালকদের কাছে চাঁদা চায় ও ভয়ভীতি দেখায় । চাঁদা না দিলে গাড়ী চালকদের গাড়ী চালাতে দিবেনা বলে হুমকি প্রদান
করেন।চাঁদা নাদিলে সন্ত্রাসী বাহিনী আমাদেও গাড়ী ভাংচুর ও পোড়াইয়া ফালাইবে বলিয়া ও হুমকি প্রদান করেন। সংবাদ সম্মেলনে আরো জানােনা হয় সংগঠন পরিচালনার জন্য মালিক ও শ্রমিক সমন্বয় ১০০ টাকা করে প্রতিদিন কল্যান ফি নেওয়া হয় । এবিষয় ২০১৯ সালে একটি কুচক্রি মহল পুলিশের ডিআইজি (মহোদয়)বরিশাল বরাবর এই কল্যান তহবিলের বিষয় অজ্ঞাতনামা নাম দিয়ে একটি অভিযোগ দেন। ডিআইজি মহোদয় বিষয়টি তদন্তের জন্য বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠান। যার স্মারক নং বরি: রেঞ্জ স্টোনো-১)/৩৩-১৯/১৩৮৪/গোপনীয়তাং ২৩/০৯/২০১৯ খ্রিঃ।বরগুনা পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ের তদন্তে অভিযোগের বিষয়টি মিথ্যা প্রমানিত হয়। ১০০ টাকা করে যে কল্যান ফি নেওয়া হয় তা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তরের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সম্পূর্ন বৈধভাবে নেওয়া হয়। সন্ত্রাসী বাহিনীর মুল হোতা সোহেলগাজীসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের জন্য বরগুনা জেলা প্রশাসক , বরগুনার পুলিশ সুপার, আমতলী উপজেলা নির্বাহীঅ ফিসার , আমতলী থানার অফিসার ইনচার্জ মহোদয় এর হস্তক্ষেপ কামনা করেন তারা। এ বিষয় সোহেল গাজীর বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে আরো জানান, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে শ্রম আইন বিধি মালা অনুয়াযী বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংশোধনী ২০১৩ এবংশ্রম বিধি মালা ২০১৫ এর সংশোধনী ধার
াবিধি অনুয়ায়ী অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটআহবান করা হবে সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা ট্রাক অটোরিক্সা অটো টেম্পুি মশুক বেবি ট্যাক. ট্র্যাক মালিক সমিতির সাধারন সম্পাদক মো. আরিফউল ইসলাম জামাল, বরগুনা জেলা মিশুক ট্রাক আর সিএনজিচালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. বাবুল মিয়া. বরগুনা জেলা মিশুক বেবি ট্রাকের, সি এন জি চালিত অটোরিক্সা, মালিকসমিতির সাধারন সম্পাদক মো. শাহজালাল ( রনি ) সহ শতশত মালিক ও শ্রমিক।

শেয়ার করুনঃ