ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হয়েছে। এ তিনটি উপজেলায় দুইজন বাদে চেয়ারম্যান,পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সবাই নতুন মুখ বিজয়ী হয়েছেন।
বাউফল উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মোসারেফ হোসেন খান( আনারস)। তিনি ভোট পেয়েছেন ৪২,৩২৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলাা চেয়ারম্যান
আবদুল মোতালেব হাওলাদার( ঘোড়া) পেয়েছেন ৩০,১০১ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. আনিচুর রহমান ( উড়োজাহাজ) ৫০,৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাহমুদ রাহাত(তালা) পেয়েছেন ৩৭,৭১৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কার প্রার্থী মোসাঃ মরিয়ম বেগম (হাস) ৫০,৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঝরনা বেগম(প্রজাপতি) পেয়েছেন ৩৮,৮৫২ ভোট। এ উপজেলায় ২,৯৭,৬০৭ ভোটারের মধ্যে ৯৪,৮৩২ ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে ৪২১১ ভোট বাতিল হয়েছে।
দশমিনা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রার্থী মোঃ ইকবাল হোসেন ( টেলিফোন) তিনি পেয়েছেন ১২,১৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. বশির উদ্দিন
(মোটর সাইকেল) পেয়েছেন ১০,৪৮৮ ভোট। এ উপজেলায় ভাইস চেয়াম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. তমিজ উদ্দিন( চশমা)। তিনি পেয়েছেন ২১,১৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নাসির উদ্দিন( টিউবওয়েল) পেয়েছেন ১৪,৪০৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সামসুন্নাহার খান ডলি( ফুটবল) । তিনি পেয়েছেন ৩৩,০৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরা বেগম ( কলস)পেয়েছেন ১২,৮১২ ভোট। এ উপজেলায় ৪৫,৮২৮ ভোটারের ৪৭,৪১৬ টি প্রদত্ত ভোটের ১৫৮৮ ভোট বাতিল হয়েছে।
গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া (নিতু) (আনারস)। তিনি পেয়েছেন ৪৫,১৯৪ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান মুহম্মদ সাহিন (ঘোড়া) পেয়েছেন ৩০,১৪৯ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফরিদ আহসান কচিন( উড়োজাহাজ)। তিনি পেয়েছেন ৪১,৮৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রিফাত হাসান সজিব (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ২৫,৭৬৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তহমিনা আক্তার( ফুটবল)। তিনি পেয়েছেন ৩১,৮০৭ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলেনা বেগম (কলস) পেয়েছেন ৩১,৩৩৩ ভোট। এ উপজেলায় ২,৪১,৮৭৩ টি ভোটারের মধ্যে প্রদত্ত ৭৫,৩৪৩ ভোটের ১৬৩৯ টি বাতিল হয়েছে বলে গণমাধ্যমের প্রতিনিধিদের পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও উক্ত তিন উপজেলার রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান নিশ্চিত করেছেন। সামচুন্নাহার খান ডলি এবার নিয়ে টানা ৪র্থ বার দশমিনা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন ও এবার নিয়ে টানা দুইবার বাউফল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মোসাঃ মরিয়ম বেগম।