ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত

ঘোড়াঘাটের আঁচার তৈরির জন্য কাঁচা আম যাচ্ছে ঢাকায়

তীব্র খরা এবং প্রাকৃতিক কারণে উত্তরের জেলা দিনাজপুরের ঘোড়াঘাটে তুলনামূলক কম ফলন হয়েছে আমের।শুরুর দিকে গাছে গাছে কিছুমুকুল থাকলেও অনাবৃষ্টি ও খরাতে শেষ র্পযন্ত গুটি এসেছিল কিছুসংখ্যাক গাছে।চলতি মৌসুমে গাছে আম ধরেছে হতাশাজনক। গাছে থাকা এসব আম পাক ধরতে সময়লাগবে আরো বেশ কিছুদিন।তবে তার মাঝেই গাছ কাঁচা আম সংগ্রহ করছেন অনেক বাগান মালিক। গাছ থেকে সংগ্রহ করা নানা সাইজের কাঁচাআম চলে যাচ্ছে প্রাণ সহ বিভিন্ন খাদ্য উ পাদনকারী কোম্পানীতে।সরাসরি গ্রামাঞ্চল থেকে এসব কাঁচা আম নিয়ে যাচ্ছে বহুজাতিক খাদ্য উ পাদনকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। তাদে সংগ্রহ করা এসব কাঁচাআম ব্যবহার হবে প্যাকেটজাত আমের আঁচার তৈরিতে।মধুমাস জৈষ্ঠ্য আসার আগের ছোট বড় ব্যবসায়ী এবং বাগান মালিকরা লাভের আশায় গাছ থেকে সংগ্রহ করছেন
কাঁচা আম। এতে চলতি মৌসুমে বাজারে পাকা আমের সংকট সৃষ্টি আশংকা থাকলেও,লাভের আশায় অনেকেই কাঁচা আম বিক্রি করে দিচ্ছেন।শুক্রবার সকালে ঘোড়াঘাট পৌর এলাকার পুরাতন বাজার ঘুরে দেখা যায়,একাধিক ফাঁকা দোকানে বিছিয়ে রাখা আছে নানা জাতের কাঁচা আম। শ্রমিকরা মেঝে থেকে সাইজ অনুযায়ী বেছে এসব কাঁচা আম বস্তা ও প্লাস্টিকের ক্যারেটে ভরাচ্ছেন। ব্যাটারী চালিত ভ্যান, ইজিবাইক, রিক্সা ও সাইকেলে অনেকে ক্যারেটে ভরিয়ে কাঁচা আম নিয়ে আসছেন এসব ছোট গুদাম ও দোকানে। কাঁচা আম নিয়ে আসা তাদের অধিকাংশজনই বাগান মালিক। আমের ওজন মেপে টাকা নিয়ে চলে যাচ্ছেন তারা সকলে।খোঁজ নিয়ে জানা যায়, ৬০০ থেকে ৭০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে এসব কাঁচা আম। নিজ বাগান এবং বাড়িতে থাকা গাছ থেকে কাঁচা আম সংগ্রহ করে বাজারে পাইকারের কাছে বিক্রি করছেন মালিকরা। প্রতিদিন সকাল-সন্ধায় প্রাণ কোম্পানীর নিজস্ব গাড়ী এসে এসব কাঁচা আম নিয়ে যাচ্ছে তাদের কারখানায়। স্থানীয় ব্যবসায়ীরা এসবকাঁচা আম কোম্পানীকে দিচ্ছেন কমিশনের ভিত্তিতে। প্রাণ কোম্পানী প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা মূল্য
র্নিধারণ করে দিচ্ছে কাঁচা আমের। সেই র্নিধারিত মূল্যে স্থানীয় বাগান থেকে আম সংগ্রহ করছে ব্যবসায়ীরা।প্রাণ কোম্পানীর কাছে থেকে মণ প্রতি ১০ থেকে ৩০ টাকা র্পযন্ত কমিশন পাচ্ছে এসব ব্যবসায়ীরা।নিজ গাছ থেকে ৬ মণ কাঁচা আম সংগ্রহ করে ব্যবসায়ীর কাছে বিক্রি করতে নিয়ে এসেছিলেন আজাহারুল ইসলাম।তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় আমার গাছে আমের ফলন অনেক কম। সামনে শিলাবৃষ্টি হলে গাছে যে আম আছে, সেটিও নষ্ট হয়ে যাবে। তাই কাঁচা আম বিক্রি করছি।’ আরেক বাগানী মুনসুর আলী। তিনি বলেন, ‘আম পাক ধরার পর বাজারদর কেমন থাকবে তার ঠিক নেই। কাঁচা আম বিক্রি করেই ভালো দাম পাচ্ছি। তাই বিক্রি করে দিচ্ছি। সামনে ঝড়বৃষ্টি হলেও কোন চিন্তা থাকবে না। ’আম ব্যবসায়ী শাহিন মন্ডল বলেন, ‘গত ১০ দিন যাবত কাঁচা আমের ব্যবসা করছি। প্রাণ কোম্পানী সরাসরি আমাদের কাছে থেকে কাঁচা আম নিয়ে যাচ্ছে। আজ (শুক্রবার) প্লাস্টিকের ১১১টি ক্যারেটে ৫৫ মণ কাঁচা আম প্রস্তুত করে রেখেছি। সন্ধায় গাড়ী এসে এসব আম নিয়ে যাবে। আমি নিজেই প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ মণ কাঁচা আম কোম্পানীকে দিচ্ছি। এতে মণ প্রতি দু‘চার টাকা কমিশন পাচ্ছি। তাতে প্রতিদিন ভালো একটা টাকা উর্পাজন হচ্ছে। আমার মত আরো অনেকেই প্রাণ কোম্পানীতে কাঁচা আম সরবরাহ করছে।’ ফটো ক্যাপশন:-
১. গাছ থেকে কাঁচা আম সংগ্রহ করে বাজারে পাইকারদের গাছে বিক্রি করতে নিয়ে এসছেন একজন বাগান মালিক। সেই সব আমের সাইজ দেখছেন পাইকার। ছবিটি শুক্রবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার পুরাতন বাজার থেকে তোলা।
২. দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার পুরাতন বাজারের একটি ফাঁকা দোকানে আচার তৈরির জন্য কাঁচা আম বাছাই করে প্লাস্টিকের ক্যারেটে ভরছেন দুজন ব্যবসায়ী। এসব আম চলে যাবে প্রাণ কোম্পানীর নিজস্ব কারখানায়।

শেয়ার করুনঃ