
রাজশাহীর বোয়ালিয়ায় চোরাই একটি অটো রিকশা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে/২০২৪ ইং ) বেলা দুই’টার দিকে রাজশাহী জেলা প্রাণি সম্পদ অফিসের পশ্চিম পাশে ঘটনাটি ঘটে। অজ্ঞাত চোর অবস্থা বেগতিক দেখে চাবি সহ চার্জার ভ্যানটি সচল রেখে দৌড়ে পালিয়ে যায়।
কর্ণহার থানার দারুশা একাকার প্রত্যক্ষদর্শী ও অপর অটো রিকশা চালক তাজরুল ইসলাম, সফিকুল ইসলাম স্থানীয়দের বিষয়টি অবগত করেন।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই আকিল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে উপস্থিত হন।
সবুজ রঙ্গের নম্বর প্লেটহীন অটো রিকশাটি পুলিশ জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায় ।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক ) সোহেল মুঠোফোনে জানান, এটি আমাদের এক পুলিশ সদস্যের ভাইয়ের। মালিকানা দেখে অটোরিকশাটি তাদের দিয়ে দেওয়া হয়েছে।