রাজধানীর হাজারীবাগে ছিনতাইয়ের ঘটনায় তিন জনক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
বুধবার (২২ মে) ভোরে রাজধানী হাজারীবাগের বেড়ীবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,মো.জুয়েল,মুন্না ও মো.শাকিল ওরফে শান্ত। এ সময়ে তাদের হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ২টি চাকু ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
বুধবার ( ২২ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ।
ওসি নূর মোহাম্মদ জানান,বুধবার ভোরে হাজারীবাগের বেড়ীবাঁধ এলাকার কতিপয় লোক ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়,এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দেশিয় অস্ত্রসহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান,গ্রেফতারকৃতদের ডাকাতি,দস্যুতা,ছিনতাই, চুরি একমাত্র পেশা। পথচারী,কলার ব্যাপারী, মুরগি ব্যবসায়ীদের টার্গেট করে নগদ টাকা,স্বর্ণালংকার,দামি মোবাইল ফোন ছিনিয়ে নিতো।
তিনি আরো জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। হাজারীবাগ থানার মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিআই/এসকে