
রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় এসেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
বুধবার (২২ মে) দুপুর ২ টার দিকে তিনি ডিবি কার্যালয়ে এসেছেন।
নাম প্রকাশ না করা শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবি কার্যালয় এসেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানো হবে।
বর্তমানে তিনি ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনের কক্ষে কথা বলছেন।
ডিআই/এসকে