
মদনের প্রবাদপুরুষ খ্যাত উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যার ও মদন প্রেসক্লাব সভাপতি আলহাজ আল মাহবোব আলম’ র বাবা আলহাজ মহিউদ্দিন আহমেদ- এরঁ ১৩তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার ।তিনি ২০১১ সালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় মারা যান। উনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ হতে জাহাঙ্গীরপুর পৌরসভার নিজ বাসায় ও গ্রামের বাড়ি চানগাঁও মড়লবাড়িতে মরহুমের প্রতিষ্টিত মসজিদ, মাদ্রাসায় কোরআন খতম ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুমের জীবদ্দশার তাঁর একান্ত চেষ্টা ও সহযোগিতায় মদনে বিখ্যাত মহিউদ্দিন মার্কেটসহ অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বাজার প্রতিষ্টিত হয়েছে।