
রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪,২০১৮ ও ২০২৪ সালে টানা তিন বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য,গত ১১ মে এই এমপি চিকিৎসার জন্য দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে যান। এরপর দুই দিন পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। গত ১৪ মে থেকে তার সঙ্গে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ নিয়ে তার পরিবার গত রোববার দুপুরে ঢাকায় ডিবি কার্যালয়ে যান। আনোয়ারুল আজিম আনারের সন্ধানে শনিবার ভারতে যান তার ভাতিজা সাইমনসহ আরও ৩ জন। কিন্তু রোববার বিকাল পর্যন্ত তারা এমপি’র পরিবারকে কোনো সুখবর দিতে পারেননি। কলকাতা বা পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় তারা এমপি’র অবস্থান জানার চেষ্টা করছেন বলে পারিবারিক সূত্রে জানায়। তবে আজ সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ডিআই/এসকে