
পঞ্চগড়ে বেসরকারি উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১- মে) পঞ্চগড় এলজিইডি ভবনের সভাকক্ষে দিনব্যাপী এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে আই আর আই এবং ইউএসএইড এর সহযোগিতায় পঞ্চগড় জেলার সুধী সমাজ, সংস্কৃতিক ব্যক্তিত্ব, নারী নেত্রী, সাংবাদিক, যুবসমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই পরামর্শ সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস।
সভায় সহায়ক এর দায়িত্ব পালন করেন বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক রুমানা জামান ও বেসরকারি উন্নয়ন সংস্থা পাসের নির্বাহী প্রধান কে এম সম্রাট আলী। পরামর্শ সভার সমাপনী পড়বে মূল্যায়ন করে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রেস ক্লাব পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রাশেদুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মাসুদ পারভেজ এবং ফিরোজা খন্দকার।
দিনব্যাপী পরামর্শ সভায় দলীয় কাজের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে স্থানীয় পরিস্থিতির ওপর নির্ভর করে সম্ভাব্যতা যাচাই করা হয়। এ সময় স্থানীয় সমস্যা চিহ্নিত করে জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সমাধান করার পরামর্শ দেওয়া হয় রূপান্তরের পক্ষ থেকে।