
রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন জাকিরুল ইসলাম সান্টু (ঘোড়া) প্রাপ্ত ভোট- ৪৭৩২২।
নিকটতম আব্দুর রাজ্জাক বাবু ( আনারস) প্রাপ্ত ভোট সংখ্যা-৪৩২১।
৩য় হয়েছেন নাসিমা আক্তার প্রাপ্ত ভোট সংখ্যা ২,২৬৪।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৩ জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন কহিনুর বানু (কলস), প্রাপ্ত ভোট সংখ্যা ৪২,১২৩।
নিকটতম প্রার্থী মমতাজ আক্তার বেবি ( প্রজাপতি) প্রাপ্ত ভোট ৫,৩৭৭ টি।
৩য় হয়েছেন শাহিনুর খাতুন ( ফুটবল) প্রাপ্ত ভোট সংখ্যা ৪,৬৯২ টি।
অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম শহিদ।
ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১২২ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৮২ এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩৮৯ জন। এরমধ্যে ৩ জন রয়েছে তৃতীয় লিঙ্গের।