
পটুয়াখালীর কলাপাড়ায় হিফজ সমাপনী হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রাসা’র উদ্যোগে সোমবার রাত নয়টায় কলাপাড়া পৌরসভার বায়তুর রহমাত জামে মসজিদে এ দস্তারবন্দী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন মডেল ফাউন্ডেশন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাঃ আল আমিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন, চলাভাঙ্গা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ সা’য়াদ হোসাইন চিশতী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা তালতলীর মুফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা মুহাঃ আজিজুল হক মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আমিরুল ইসলাম, বায়তুর রহমাত জামে মসজিদের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, বায়তুর রহমাত জামে মসজিদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আমানউল্লাহ, তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাঃ মাঈনুদ্দীন, বায়তুর রহমাত জামে মসজিদের ইমাম রাশেদুল ইসলাম প্রমুখ। ওয়াজ ও দোয়া মাহফিল শেষে তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রাসা’র আটজন হিফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দী করেন চলাভাঙ্গা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ সা’য়াদ হোসাইন চিশতী।