
আজ ২১মে মঙ্গলবার সিরাজগঞ্জে দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচন উল্লাপাড়া ও তাড়াশে অনুষ্ঠিত হয়েছে।
উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ বছরের কিশোর হোসাইন নামের এক স্কুলছাত্রকে আনসারের পোশাক পরে নির্বাচনে ডিউটি করতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
মঙ্গলবার সকালে ঐ ভোট কেন্দ্রে উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামের ইউনিয়ন আনসার কমান্ডার জয়নাল আবেদীনের ছেলে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র হোসাইনকে আনসারের পোশাক পরিহিত অবস্থায় ডিউটি করতে দেখা যায়,হোসাইন জানান তার চাচা আলামিন অসুস্থ থাকায় তার পরিবর্তে সে ডিউটি করতে এসেছে।
উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ আহসান কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন এব্যাপারে আমি কিছু বলতে পারছিনা।
পরে কেন্দ্রে দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ ইকবাল হোসেন বলেন, আনসারের তালিকায় হোসাইনের নাম নেই। তবে তার চাচার নাম আছে, সে অসুস্থ থাকায় কোনো লোক না পাওয়ায় হোসাইনকে আনা হয়েছে।