
কুড়িগ্রাম উলিপুরে জাল ভোট দিতে গিয়ে আবুল কালাম (৩৫) নামের এক রিকশাচালককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলার থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডিত ব্যক্তি ওই ইউনিয়নের কুমাড়পাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ।আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ।তিনি জানান, আবুল কালাম নামের ওই ব্যক্তি পূর্বে নিজের ভোট দিয়ে গেছেন। পরবর্তীতে আবার জাল ভোট দিতে আসলে কেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই)শহীদুল ইসলামের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার সামনে তিনি জাল দিতে আসছিলেন মর্মে স্বীকারোক্তি দেন।গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী জাল ভোট প্রদান করে অপরাধ করায় এবং সাক্ষীগণের উপস্থিতিতে দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৯ ধারা মোতাবেক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ।এ ছাড়া কৃষ্ণমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সম্রাট মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে এক হাজার টাকা, খুদিরকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শফিকুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে ২০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে গেলে ফেরদৌস হাসান (১৮) এবং বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তাসরীফ আলম আমীন (১৭) নামে এক যুবককে আটক করা হয় বলে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাগণ জানিয়েছেন।#