
পটুয়াখালীতে “জাতীয় সংবিধান দিবস” উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর শনিবার জেলা প্রশাসন,পটুয়াখালী’র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এ সভায় এসময় মোঃ নূর কুতুবুল আলম, জেলা প্রশাসক, পটুয়াখালী’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম,পিপিএম ও পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। এসময় পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।