
শেরপুরের ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯মে রবিবার দিনব্যাপী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের, হলরুমে, কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যেগে আয়োজিত কৃষক প্রশিক্ষণে, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছাঃ দিলরুবা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষকদের ১ ইঞ্চি জমিও পতিত রাখা যাবেনা। মাঠে ফসল উৎপাদন করে খাদ্য ঘাটতি পূরণ করতে হবে। যে সমস্ত ফসল মাটির নীচে উৎপাদন হয় তাকে কন্দাল ফসল বলে, যেমন, গোল আলু,মিষ্টি আলু, মুখীকচু, কাসাভা আলু,(সিমলা আলু) আদাসহ ইত্যাদি। তিনি আরও বলেন, গোল আলু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সবজি, যা সবকিছু দিয়ে রান্না করা যায়।
এসব কন্দাল ফসল উৎপাদন বৃদ্ধিও তার রোগ প্রতিরোধ বিষয়ে বিস্তার আলোচনা করেন তিনি। পরে, নবাগত কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, শাকসবজি, ফলজ গাছের সার ও কীটনাশক ব্যবহারসহ গাছ এবং বাগানের পরিচর্যা নিয়ে,পজেক্টরের মধ্যমে ভিডিও চিত্রে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৫৮জন কৃষক কৃষাণী অংশ গ্রহণ করেন।