
বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান, পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) সকাল ১০টায় রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস তার কার্যালয়ে বসে প্রতীক বরাদ্দ দেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ৫ জুন আমতলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা পরিষদ চেয়াম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান.(আনারস)যুবলীগ নেতা এলমান উদ্দিন আহমেদ সুহৃদ (মটরসাইকেল) আলতাফ হোসেন হাওলাদার (উঠ পাখি) মো. মোশারেফ হোসেন মোল্লা(ঘোড়া)প্রতিক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোয়াজ্জেম হোসেন খান (টিউবওয়েল)অ্যাডঃ আবুল কালাম
সামসুদ্দিন সানু(তালা) অ্যাডঃ মো. মাহবুবুর রহমান মঈন (বই),নাজমুল হাসান সোহাগ(মাইক) সৈয়দ মো.নাজমুল হোসাইন (টিয়াপাখি)। প্রতিক পেয়েছেন নারী ভাইস চেয়ারম্যান পদে জেসিকা তারতিলা জুথি (ফুটবল)তামান্না আফরোজ মনি (কলস) প্রতিক পেয়েছেন।বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শুভ্রা দাস বলেন, সঠিক প্রক্রিয়ায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।