
নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি উদ্বোধন করা হয়েছে। এত সভাপতিত্ব করেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি খাগড়াছড়ি জেলা শাখার ম্যানেজা জাহেদুল্লাহ মোঃ সরওয়ার।
সোমবার (২০ মে ২০২৪) সকালে গুইমারা বাজারের মক্কা টাওয়ারের তৃতীয় তালায় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি উদ্বোধনকালে প্রধান অতিথি ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তারেক, গুইমারা দাখিল মাদ্রাসার সুপার মোঃ জয়নুল আবেদীন, গুইমারা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইখতেয়ার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।