
বগুড়ার শেরপুরে ৬৬ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ।
রবিবার (২০ মে )রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের ফুড ভিলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার শিবরামপুর এলাকার মিঠুন বর্মন (১৮) ও যাদব চন্দ্র(২২) এবং মালগাড়া এলাকার রাকিবুল ইসলাম (১৮)।
সোমবার ( ২০ মে ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো.শামসুল আলম।।
তিনি বলেন,বগুড়া-ঢাকা মহাসড়কের ফুড ভিলেজের সামনে ঢাকাগামী লেনে লালমনিরহাট হতে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস “মানিকপরিবহন” এর যাত্রী মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এ তথ্যের ভিত্তিতে শেরপুর হাইওয়ে ক্যাম্প এর ইনচার্জ এসআই আবুল হাসেম সঙ্গীয় ফোর্সসহ উক্ত বাসের যাত্রী মিঠুন বর্মন (১৮) ও যাদব চন্দ্র(২২) এবং রাকিবুল ইসলাম (১৮) এর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে