
রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন।
তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাতের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার। তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, তানোর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাক্তার বার্নাবাস হাসদাক প্রমুখ। এসময় তানোর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ সুধীজন উপস্থিত ছিলেন।