
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ‘আনারস’ প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ’র শেষ নির্বাচনি পথসভা জনসমুদ্রে পরিনত হয়েছে। রবিবার (১৯ মে) দুপুর থেকে উপজেলা সদরে গণসংযোগ শেষে সন্ধ্যায় ‘আনারস’ প্রতীকের সমর্থনে নাইক্ষংছড়ি বাজার চত্বরে শেষ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে পথসভা জনসমুদ্রে রুপ নেয়।‘এ জনসমুদ্রে দাঁড়িয়ে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক শফিউল্লাহ বলেন, কাঙ্খিত উন্নয়ন পেতে এবারের উপজেলা নির্বাচনে নাইক্ষংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ‘আনারস’র জোয়ার সৃষ্টি হয়েছে। তিনি স্কুল,মাদ্রাসা,কলেজ ভবন,রাস্তা-ঘাট,বীজসহ বিভিন্ন উন্নয়ন কাজে কথা তোলে ধরে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে উপজেলাবাসী ২১মে ‘আনারস’ প্রতীকে ভোট দিয়ে ২১ তারিখ প্রমাণ করবে ইনশাআল্লাহ।
এসময়ে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শফিউল্লাহ’র বিকল্প নেই। তোফায়েল আহমেদকে জনবিচ্ছিন্ন নেতা,উল্লেখ করে সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে আনারস মার্কায় আগামী ২১ তারিখ ভোট দেওয়ার আহ্বান জানান। সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগ নেতা……..। উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চুচু মং মার্মাসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ,সহযোগী সংগঠনের সলল নেতাকর্মী উপস্থিত ছিলেন।