
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি অটোভ্যানের সঙ্গে তেলের লরির সংঘর্ষে অটোভ্যানচালক মহির উদ্দিন (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অটোভ্যানে থাকা একজন যাত্রী। রবিবার (১৯ মে) দুপুর ১টায় বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা বাস স্ট্যান্ড এলাকায়।
নিহত মহির উল্লাপাড়া সদর ইউনিয়নের চালা গ্রামের মৃত দিল মোহাম্মদ খোকার ছেলে। স্থানীয়রা সুত্রে জানা যায়, বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা বাসস্ট্যান্ডের পাশে তেলের লড়ির সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোভ্যান চালক নিহত হন ও ভ্যানে থাকা একজন যাত্রী গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে দ্রুত হসপিটালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ ওয়াদুদ বলেন, ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় দুর্ঘটনায় কবলিত তেলের লরি ও অটোভ্যানকে জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।