
আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে সমবায় দিবস পালিত হয়েছে।
নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির উদ্দোগে আজ শনিবার ০৪ অক্টবর২০২৩ সকাল ৮ ঘটিকায় টায় উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির ৬৬ এর উদ্দোগে জাতীয় সমবায় দিবস পালন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় বণিক সমিতির সদস্যদের কে নিয়ে বাজারে এক র্্যালী অনুষ্ঠিত হয়েছে।র্্যালী শেষে সমবায়ের ৫২তম দিবস উপলক্ষে বণিক দের উদ্দেশ্যো বক্তব্য রাখেন বান্দাইখাড়া বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির সভাপতি শিশির সাহা। উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন,মোঃ আজম সরকার, মোঃ আকরাম হোসাইন, মোঃ মুরাদ সরদার, ফিরোজ আহমেদ, মাজেদুর রহমান,মৃনাল সরকার,মোঃ আব্দুস সালাম সহ শত শত দোকান দার বণিক ভাইয়েরা উপস্থিত ছিলেন।