ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

বাবাকে ফোনে না পাওয়ায় ডিবিতে এসেছি:সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন

বাবাকে ফোনে না পাওয়ায় এবং তার লোকেশন জানতে না পারায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় এসেছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

ডিবি কার্যালয়ে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন ডরিন। তার বাবার সন্ধানের জন্য তিনি ডিবির কাছে সহযোগীতা চান।

রোববার (১৯ মে) ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন,তিন দিন ধরে আমার বাবাকে ফোনে পাচ্ছি না। তার মোবাইল ফোনটি মাঝে মাঝে খোলা পাই আবার মাঝে মাঝে বন্ধ পাই। পরে এই বিষয়ে আমি হারুন (ডিবিপ্রধান) আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করি। হারুন আঙ্কেল আমাকে বলেছেন বিষয়টি তিনি দেখছেন। পরে আজকে আমি ওনার কার্যালয়ে আসি। হারুন আঙ্কেল আমাদের সহযোগিতা করছেন। বাবাকে ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি ডিবি কার্যালয়ে এসেছি।

আমি নিজেও দ্রুত সময়ের মধ্যে ভারতে যাব। হারুন আঙ্কেল যেহেতু এই বিষয়ে কাজ করছেন তাই ওনার কাছে এসেছি কেন আমার বাবার মোবাইলটি বারবার বন্ধ পাওয়া যাচ্ছে।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান কি-না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বাবার কানে মেজর সমস্যা আছে। তার একটি কান বন্ধ থাকে। এজন্য তিনি নিয়মিত ভারতে চিকিৎসার করাতে আসা-যাওয়া করেন।

আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কোন জায়গায় গিয়েছিলেন এমন এক প্রশ্নের জবাবে সংসদ সদস্যের মেয়ে বলেন,বাবা যাবার আগে আমাদের বলেছেন যেহেতু সংসদ বন্ধ সেহেতু তিনি দুই থেকে তিন দিনের জন্য ভারতে যাবেন চিকিৎসার জন্য। ভারতের কলকাতায় তিনি প্রথমে যান সেখানে এক আঙ্কেলের বাসায় উঠেন। পরে তিনি কলকাতার ওই আঙ্কেলের বাসায় রাতে থাকেন।

পরের দিন সকালে বাবা কলকাতার ওই আংকেলকে বলেন উনার একটা কাজ আছে সেজন্য তিনি বের হয়ে যান। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। সেটা আমাদেরকে কলকাতার ওই আঙ্কেল জানিয়েছেন। এরপর আমরা বাবার সঙ্গে ফোনে যোগাযোগের অনেকবার চেষ্টা করেছি। কিন্তু মোবাইল বন্ধ পাচ্ছি আবার খোলা পাচ্ছি। কিন্তু ফোন করলে কেউ ধরছে না। এই বিষয়গুলো আমি হারুন আঙ্কেলকে জানিয়েছি। এছাড়া আমার বাবার লোকেশন কোথায় আছে এখন সেটা জানার জন্য আমি হারুন আঙ্কেলের কাছে এসেছি।

আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে অপহরণের শিকার হয়েছে? পরিবার এই সন্দেহ করছে কি-না জানতে চাইলে তার মেয়ে বলেন,না আমরা আপাতত এরকম কোনো সন্দেহ করছি না।

ভারতে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,না এরকম কিছু নেই।

এমপি আনোয়ারুল আজিম আনারের পরিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ আমরা যোগাযোগ করেছি। প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমার বাবা যেহেতু তিনবারের সংসদ সদস্য সেহেতু প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাকে ভালোবাসেন। সেহেতু সার্বিকভাবে তিনিও বিষয়টি দেখছেন।

চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। তাই তার খোঁজ পেতে সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন রোববার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান।

গত ১২ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ