
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আইনশৃঙ্খলা রক্ষায় ৪৫৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার সকাল থেকেই তারা মাঠে অবস্থান নিয়েছেন।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে বিজিবি সদস্যরা আগামী ২৩ মে পর্যন্ত মাঠে থাকবেন। ২১ মে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার ( ১৯ মে ) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন,৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ২য় ধাপে সারাদেশে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’এর আওতায় ১৯ মে থেকে আগামী ২৩ মে পর্যন্ত নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে ২১ মে (মঙ্গলবার) দেশের ১৫৭টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
এছাড়াও নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা,অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৬১৪ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ডিআই/এসকে