
কুড়িগ্রামে’নো হেলমেট নো ফুয়েল’বাস্তবায়ন করতে জেলার সকল ফিলিং স্টেশনের মালিকবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়।
কুড়িগ্রাম জেলায়’নো হেলমেট নো ফুয়েল’শতভাগ বাস্তবায়ন করতে জেলা পুলিশ নিয়েছে নানাবিধ কার্যক্রম। এর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইনে হেলমেট না পড়ার দায়ে মামলা ও জরিমানা করন,বাইকারদের সাথে মতবিনিময় ও ফিলিং স্টেশনের মালিকদের সাথে মতবিনিময়।
সেই ধারাবাহিকতায় রবিবার ( ১৯ মে ) সকালে কুড়িগ্রাম জেলার সকল ফিলিং স্টেশনের মালিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশের পক্ষ থেকে হেলমেট ছাড়া ফুয়েল বিক্রি না করার জন্য আহবান জানানো হয়। মালিক পক্ষ তাদের নানাবিধ সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন এবং হেলমেট না পড়লে ফুয়েল বিক্রি না করার জন্য সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত নেন।
জেলা পুলিশ প্রত্যেক ফিলিং স্টেশনে সচেতনতামূলক ব্যানার লাগানোর পাশাপাশি সম্মিলিত ভাবে আরো নানাবিধ উদ্যোগ গ্রহনের কথা বলেন।
এই মতবিনিময় সভায় সকলেই সিদ্ধান্ত নেন যে সড়কে কোন বাইকারের অসচেতনতায় যাতে কোন প্রান ঝরে না পড়ে সে বিষয়ে আরো আইনের প্রয়োগ ও উদ্যোগ গ্রহন করার হবে মর্মে জানান।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ডিআইও-১ মো.আব্দুর রাজ্জাক মিয়া,টিআই প্রশাসন জনাব বানিউল আনাম ও কুড়িগ্রাম জেলার সকল ফিলিং স্টেশনের মালিকবৃন্দ।
ডিআই/এসকে